রোনাল্ডো তুমি কার ? আন্তর্জাতিক ফুটবলের দলবদলের মরশুমে শুরু হয়ে গেল সিআর সেভেনকে নিয়ে টানাটানি। ব্রিটিশ মিডিয়ার খবর, রোনাল্ডোকে ছাড়ার কোনও প্রশ্নই নেই। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইডেট। তার মধ্যেই রোনাল্ডোরে নিতে মরিয়া ইংল্যান্ডের আর এক ক্লাব চেলসি। ইতিমধ্য়ে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেসের সঙ্গে ইতিমধ্যেই কথা শুরু করে দিয়েছেন চেলসির নতুন মালিক টড বোহেলি। এমনটাই দাবি করেছে এক ব্রিটিশ পত্রিকা।
সাইতিরিশ বছরের এই তারকা ফুটবলারকে কিনতে মাঠে নামছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও। কিন্তু তাদের আশায় জল ঢেলে দিয়েছেন রোনাল্ডোর এজেন্ট। কারণ, জার্মান এই ক্লাবে তাঁর খেলার ইচ্ছা নেই বলে আগেই জানিয়েছিলেন সিআর সেভেন।
আর কয়েক মাস পরেই কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফুটবল পন্ডিতদের দাবি, এটাই হয়তো শেষ বিশ্বকাপ হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার আগে ক্লাব ফুটবলের দলবদলে তাঁকে নিয়ে ফের জল্পনা শুরু হয়ে গেল।