ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম এবার ইন্ডিয়ান সুপার লিগেও। চলতি মরশুম থেকে আইএসএলেও শুরু হচ্ছে কনকাশন সাব। এছাড়াও এই টুর্নামেন্টে শুরু হচ্ছে বেশ কয়েকটা নতুন নিয়ম।
এই নতুন নিয়মে, চলতি মরশুমের আইএসএলে একজন ফুটবলারের জন্য কনকাশন নিয়ম চালু করতে চলেছে কর্তৃপক্ষ। এই নিয়ম অনুযায়ী, মাথায় লাগার কারণে কোনও ফুটবলার যদি খেলতে না পারেন, তা হলে তাঁর বদলি নেওয়া যাবে। আর একটি দল এই বদল নিলে অপর দলও বাড়তি একজন ফুটবলার পরিবর্তন করতে পারবে।
এছাড়াও কয়েকটি নিয়ম রয়েছে
১. প্রতিটি আইএসএল দলের সহকারী কোচ হিসেবে একজন ভারতীয়কে রাখা হবে। আর তাঁর এএফসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে। আর যদি প্রধান কোচকে সরানো হয়, সেক্ষেত্রে সহকারী কোচ অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন।
২. কোনও ফুটবলারকে লাল কার্ড দেখানো হলে এই নিয়ম অনুযায়ী, যদি দল কিংবা ওই ফুটবলার এই সিদ্ধান্তকে ভুল মনে করেন তাহলে আইএসএল কর্তৃপক্ষকে কার্ড বাতিলের জন্য আবেদন করতে পারবেন।
৩. দলের যে বেতন তালিকা রয়েছে সেই তালিকার বাইরে রাখা যাবে দলের অনূর্ধ্ব-২৩ বছরের তিন খেলোয়াড়কে।