লিওনেল মেসিদের নামে মাকড়সার এক নতুন প্রজাতির নামকরণ। এই নতুন প্রজাতির নাম দেওয়া হয়েছে আকেলা স্কালোনেতা। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা এই নামেই তাঁদের জাতীয় দলকে সম্বোধন করেন।
আর্জেন্টাইন সালটিসিডে ইনভেস্টিগেশন গ্রুপ দেশের একাধিক জায়গায় মাকড়সার সাতটি নতুন প্রজাতির খোঁজ পেয়েছে। তার মধ্যে একটি এই আকেলা স্কালোনেতা। ওই দলের এক বিজ্ঞানী জুলিয়ান বাইগোরিয়া জানিয়েছেন, যে সপ্তাহে এই মাকড়সার খোঁজ পাওয়া গিয়েছে, সেই সপ্তাহেই বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তাই তাঁদের মাথায় অন্য কোনও নাম আসেনি।
জুলিয়ান জানিয়েছেন, অন্য কোনও বৈশিষ্ট দেখে মাকড়সার নামকরণ করা হয়নি। তবে কয়েকমাস আগেও এই মাকড়সার খোঁজ ছিল না। হঠাৎ করেই এই নতুন প্রজাতির আবিষ্কার করেন বিজ্ঞানীরা। আর্জেন্টিনাও এবার বিশ্বকাপে প্রথম ম্যাচে হারে। ৩৬ বছর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টনা।