অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এর মধ্যেই ভক্তদের জন্য সুখবর। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। আর এই খবর নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ফুটবলারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। যে ইন্সটা পোস্টে তিনি ট্যাগ করেছেন নেইমারকে।
২৮ বছরের ব্রুনা সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে নীল শর্টস ও ক্রিমে রংয়ের টি–শার্ট পরা নেইমার প্রেমিকা ব্রুনার বেবি বাম্পে চুম্বন করছেন। ছবির ক্যাপশনে পর্তুগিজ ভাষায় মা হওয়ার সুখবরটি জানিয়েছেন ব্রুনা। যে পোস্টে নেইমারের ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের অনেককেই শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন অগণিত অনুরাগীরাও।
২০২১ সালে ব্রুনার সঙ্গে সম্পর্কে জড়ান ব্রাজিল তারকা। তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ২০২২ সালের জানুয়ারিতে। এরপর আগস্ট মাসে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। যদিও নেইমারের ৩১তম জন্মদিনে আবারও তাঁদের সম্পর্ক জোড়া লাগে। ব্রুনার আর নেইমারের এটি প্রথম সন্তান হলেও, এর আগেও বাবা হয়েছেন নেইমার। ১১ বছরের পুত্র সন্তান রয়েছে তাঁর।