সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ভারতে খেলতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডো না আসলেও আসছেন নেইমার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র। যেখানে মুম্বই সিটি এফসির গ্রুপে আছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এই ক্লাবেই সদ্য যোগ দিয়েছেন নেইমার। রোনাল্ডোর ক্লাব আল নাসের অন্য গ্রুপে পড়েছে। নেইমার না আসলেও একাধিক আন্তর্জাতিক তারকা এই ম্যাচে খেলতে আসতে পারেন।
গত আইএসএলের শিল্ড জিতেছে মুম্বই সিটি এফসি। এবার সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে তাঁরা। মেসি এসেছেন ভারতে। তাই অনেকেই চেয়েছিলেন রোনাল্ডো আসুন। কিন্তু সে আশা এবারও পূরণ হল না। কিন্তু নেইমারের খেলা দেখার সুযোগ থাকছে।
আল হিলাল টিমে সদ্য় পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন নেইমার। এরপর এই ক্লাবে যোগ দিয়েছেন মরক্কোর সেরা গোলকিপার ইয়াসিন বোনো। সার্বিয়ার মিত্রোভিচও আছে এই ক্লাবে। আছেন রুবেন নেভেস, ম্যালকমের মতো তারকা ফুটবলাররাও।