২০১০ বিশ্বকাপ। বয়স অনেকটাই কম ছিল। ব্রাজিল তারকা নেইমারের (Neymar Jr) চুলের রঙে মজেছিল গোটা দুনিয়া। কাতার বিশ্বকাপে এসে প্রথম ম্যাচের পরই চোট। না খেলতে পারার আক্ষেপ গ্রাস করেছিল। অবশেষে কাতার বিশ্বকাপে প্রথম গোল পেলেন নেইমার। বিশ্বকাপে সাত নম্বর গোল করলেন ব্রাজিলিয়ান তারকা। ছুঁয়ে ফেললেন পেলে (Pele) ও রোনাল্ডোকে (CR7)।
সোমবার রাতে হলুদ জার্সিতে যখন মাঠে নামলেন, চুলের রং তখন ব্লন্ড। নেমেই একটি গোল অ্যাসিস্ট করলেন। পেনাল্টি থেকে গোলও করলেন। দেশের হয়ে মোট ৭৭ গোল করেছেন পেলে। আরও একটি গোল করলে, কাতার বিশ্বকাপেই পেলের সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন নেইমার।
আরও পড়ুন: মেসির গোল দেখে স্ত্রী-ছেলে উচ্ছ্বাস...সেই ভিডিও দেখেই কোটি টাকার হাসি মেসির
নেইমার মানেই বিশ্ব ফুটবলে অন্য উন্মাদনা। এবার কাতার বিশ্বকাপও একদমই অন্য নেইমারের কাছে। দলে নতুন প্রজন্মের উপস্থিতি। ব্রাজিলকে বিশ্বজয়ের আরও কাছে নিয়ে যেতে চান নেইমার। সোমবার রাতে প্রথমার্ধে নেইমারকে সেই ছন্দেই পাওয়া গেল। গোল পাওয়ার পর দীর্ঘদিন পর জেগে উঠল নেইমারের অনুরাগীরাও। এবার কাতারে প্রথম গোল পেলেন। সঙ্গে ড্রিবলিং, পাসিং, সাম্বা নাচ।