বুধবার থেকে অনলাইনে দেওয়া হবে নেইমার ম্যাচের টিকিট। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নভেম্বরে ভারতে আসছেন নেইমার। আগামী ৬ নভেম্বর মুম্বইয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে সৌদির ক্লাব আল-হিলাল। প্রতিপক্ষ ভারতের মুম্বই সিটিএফসি।
বুধবার দুপুর দুটো থেকে বুকমাইশো অ্যাপে গিয়ে নেইমার ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে রাত ১০টা পর্যন্ত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডিতে রয়েছে নেইমারের ক্লাব আল-হিলাল এবং ভারতের মুম্বই সিটিএফসি।
আরও পড়ুন : মারডেকা থেকে নাম তুলে নিল প্যালেস্টাইন, কবে নামছে ভারত?
পরের দিন অর্থাৎ ১২ অক্টোবরও এই ম্যাচের টিকিট মিলবে এই একই জায়গা থেকে। ওইদিনও দুপুর ২টো থেকে অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে। মিলবে রাত ১০টা পর্যন্ত।