জয় দিয়ে শুরু করেও কাতার বিশ্বকাপে ধাক্কা খেয়েছে ব্রাজিল। কারণ, গ্রুপের বাকি দুটি ম্য়াচে খেলতে পারবেন না নেইমার। শুক্রবার ব্রাজিল দল থেকে একথা জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার নিজের পোস্টে নেইমার লিখলেন, ব্রাজিলের জার্সি পরার গর্ব এবং ভালবাসা বোঝানো সম্ভব নয়। তাঁকে যদি ঈশ্বর জিজ্ঞেস করেন কোন দেশে জন্ম নিতে চান, তিনি বলবেন ব্রাজিল। তিনি জীবনে কিছু সহজে পেয়ে গিয়েছেন, এমন নয়। তাঁকে সব সময় নিজের স্বপ্ন এবং লক্ষ্যের দিকে দৌড়তে হয়েছে। কখনও কারও খারাপ চাননি। সকলকে সাহায্য করার চেষ্টা করেছেন। ওই পোস্টে নেইমার আরও লিখেছেন, তাঁর জীবনের আরও একটা কঠিন সময়। আবার একটা বিশ্বকাপেই চোট পেলেন। হ্যাঁ, চোট রয়েছে তাঁর। তিনি ঈশ্বরের পুত্র, ভগবানের উপর বিশ্বাস আছে তাঁর।
সার্বিয়া ম্য়াচে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তার গোটা শুক্রবার এই চোট নিয়ে চলে জল্পনা। উসকে ওঠে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের স্মৃতি। সে বছর কলম্বিয়ার বিরুদ্ধে কোমড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ওয়ান্ডার কিড। আর এবার তাঁর চোট গোড়ালিতে। ব্রাজিল দল থেকে আপাতত জানানো হয়েছে, গ্রুপের দুটি ম্য়াচে পাওয়া যাবে না নেইমারকে। একইসঙ্গে পাওয়া যাবে না তাঁদের ডিফেন্ডার দানিলোকে।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের পরের ম্য়াচ ২৮ নভেম্বর। প্রতিপক্ষ সুইৎজারল্য়ান্ড। এই ম্য়াচ জিতলেই নকআউটে সাম্বা।