এক মাস আগেই কন্যা সন্তানের বাবা হন নেইমার। সেই সদ্যজাতকে অপহরণের চেষ্টা। অস্ত্র নিয়ে হামলা করে দুষ্কৃতীরা। নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডির সাও পাওলোর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ব্রুনার মা-বাবাকে কোনও আঘাত করেনি দুষ্কৃতীরা। তাঁদের না পেয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। পুলিশ সঙ্গে সঙ্গে যদিও পদক্ষেপ নিয়েছে। সিসি ক্যামেরায় দেখা যায়, তিনজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে ব্রুনার বাড়িতে ঢোকে। একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
বর্তমানে আল হিলাল ক্লাবে যোগ দিয়েছেন নেইমার। চোট পাওয়ায় তিনি দলের বাইরে। মুম্বই সিটির বিরুদ্ধে খেলার জন্য ভারতেও আসে ওই ক্লাব। কিন্তু চোট থাকায় নেইমার ভারতে আসেননি।