সব অভিযোগ থেকে মুক্ত। কাতার বিশ্বকাপে খোলা মনে নেইমার। শুক্রবার চুক্তি বিতর্ক মামলায় ব্রাজিলীয় তারকাকে মুক্তি দিয়েছে স্পেনের আদালত। ফলে বিশ্বকাপের আগে বিরাট স্বস্তি ব্রাজিল শিবিরেও। একই সঙ্গে এই চুক্তি বিতর্কে বাকি যাঁরা জড়িত ছিলেন, তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। যাঁর মধ্যে আছেন নেইমারের বাবাও।
বেশ কয়েক বছর ধরেই স্পেনের আদালতে চলছিল এই মামলা। সম্প্রতি সাক্ষী হিসাবে নেইমারকেও ডাকা হয়েছিল। মায়ের সঙ্গে আদালতে হাজিরাও দিয়েছিলেন ওয়ান্ডার কিড। অভিযোগ ছিল স্যান্টোস থেকে বার্সিলোনা আসার সময় চুক্তি মানা হয়নি। আন্তর্জাতিক ফুটবলের ট্রান্সফার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই চুক্তি করা হয়েছিল। আর এই পুরো চুক্তি করেছিলেন নেইমারের বাবা। এর আগেও পুলিশের কাছে নেইমার জানিয়েছিলেন, বাবা তাঁকে যেখানে সই করতে বলেছিলেন, সেখানেই তিনি সই করেছিলেন।
সম্প্রতি আদালতে সাক্ষ্য দিতে গিয়ে এই একই কথা উল্লেখ করেন প্যারি সাঁজা-র এই ফুটবলার। অভিযোগ যদি প্রমাণিত হত, তাহলে কমপক্ষে দু বছরের জেল হত নেইমারের। ফলে বিপাক বাড়ত ব্রাজিলের। বার্সিলোনা থেকে নেইমারের মুক্তির খবরে এখন উল্লাস ব্রাজিল শিবিরে। ইতিমধ্যেই ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, স্প্যানিশ আদালতের রায়ে তাঁরা স্বস্তিতে।