বিপ্লবী রোনাল্ডো ? কেন জানেন। আসলে প্রতিপক্ষ হলেও বন্ধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সম্পর্কে এমনটাই দাবি নেইমারের। সৌদির ক্লাব আল-হিলালে সইয়ের পর ব্রাজিলের তারকা জানিয়েছেন, প্রথমে সবাই রোনাল্ডোকে পাগল বলেছিল। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে রোনাল্ডোই ঠিক।
সৌদির ফুটবল বিপ্লবে এনেছেন রোনাল্ডোই। ক্লাবে সই করার পর এমনটাই জানিয়েছেন নেইমার। আড়াই হাজার কোটি টাকার বিনিময়ে তিনি দু বছর সৌদি আরবের এই ক্লাবে খেলবেন। ভারতীয় টাকায় বার্ষিক আয় ১৪৫৩ কোটি টাকা। আর এই সব কিছু সম্ভব আজ রোলান্ডোর জন্য। এমনটাই দাবি ওয়ান্ডার কিডের।
আরও পড়ুন : ভারতীয় মুদ্রায় ২৫০০ কোটি, সৌদির আল-হিলালে দু বছরের জন্য নেইমার
নেইমারের দাবি আগামী দিনে ইউরোপ ফাঁকা হয়ে যাবে। কারণ, ঘরনা বদলালো টাকা অঙ্কে সৌদি আরবের কাছে পিছিয়ে পড়ছে সাবেকি ক্লাবগুলো। আর সেই কারণেই আগামী দিনে আরও তারকাকে সৌদির মাঠে দেখা যাবে বলেও দাবি করেছেন নেইমার।
বর্তমানে রোনাল্ডো, নেইমার ছাড়া সৌদির ক্লাবে খেলছেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। পাইপ লাইনে রয়েছে এমবাপেও। সৌদির ফুটবল কর্তাদের দাবি, খুব শীঘ্রই এই স্বপ্নও সফল হবে।