ব্রাজিল তারকা নেইমারের মুখে ভারত বন্দনা। কাতার বিশ্বকাপে তাঁর দলকে সমর্থন করার জন্য কেরলের ব্রাজিল ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনটাই দাবি তাঁর কেরলের ভক্তদের। সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে নেইমারের ভারত-কথা দাবি করা হয়েছে। এই বছর কাতারে বিশ্বকাপ শুরুর আগে থেকেই কেরলে মেসি-নেইমার-রোনাল্ডোর বিশাল কাট-আউট দেখা গিয়েছিল। ইতিমধ্যে মেসির সেই কাট-আউটের ছবি নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল।
স্থানীয় পুল্লাভুর নদীর কাছে এবার বিশ্বকাপ শুরুর আগে লাগানো হয় ত্রয়ীর বিশাল কাট-আউট। এরই মধ্যে ভেসে উঠেছিল নেইমারের একটি কাট-আউটের সামনে একটি শিশুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি। দু জনের গায়ে নেইমার লেখা ১০ নম্বর জার্সি। সোশাল মিডিয়া এই ছবি ভাইরালও হয়েছিল। আবিদ নামের জনৈক তাঁর সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছিলেন। নেইমারের কেরল ভক্তদের দাবি, সেই ছবিতেই ট্যাগ করেছেন ব্রাজিল তারকা। সেইসঙ্গে তিনি লিখেছেন, ধন্যবাদ কেরল, ধন্যবাদ ভারত।
বিশ্বকাপের মতো, কেরলের ফুটবল ভক্তদের মন থেকে রোনাল্ডো-নেইমার আগে সরে গিয়েছেন। রয়ে গিয়েছেন শুধু লিওনেল মেসি। ইদুক্কি জেলার এক মেসি ভক্ত ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। তাঁর দেড় লাখ খরচের মেসির কাট-আউট ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।