বিশ্বকাপে কী আর দেখা যাবে ব্রাজিল তারকা নেইমারকে ? সার্বিয়া ম্য়াচে তাঁর গোড়ালির চোটের পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এমনকী, ব্রাজিল কোচ তিতেও জানিয়েছেন, নেইমারের চোট সম্পর্কে তিনি নন, বলতে পারবেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে ভক্তদের আশার খবর জানালেন নেইমার নিজেই। দাবি করলেন গোড়ালির চোট সারাতে তিনি নাসার প্রযুক্তি ব্য়বহার করছেন।
কী সেই প্রযুক্তি ? সোশাল মিডিয়ায় নেইমার দাবি করেছেন, গোড়ালির চোট সারাতে তিনি নাসার তৈরি এক বিশেষ বুট ব্যবহার করছেন। যা কীনা, পেশির সমস্যা ও হাড়ের চোট দুটোই ঠিক করে দিতে পারে। এই বুট পায়ে দিলে নাকি তিনটি ভাবে ব্যথার উপশম হয়। এই বুট রক্ত সঞ্চালনকে সক্রিয় করে রাখে এবং ফোলা ও ব্য়থা কমায়।
যদি বিশ্বকাপে ব্রাজিল দলের চিকিৎসকের দাবি, নেইমারের পায়ের ফোলা কমতে এখন সময় লাগবে। তবে ইতিমধ্যেই পায়ের ফোলা খানিকটা কমেছে বলেই দাবি ওয়ান্ডার কিডের। একটু বিশ্রাম দিতেই তাঁর পা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন ব্রাজিল তারকা। তবে কবে তিনি মাঠে ফিরবেন, তা স্পষ্ট করেননি।