ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখতে গেলে বাধ্যতামূলক নয় কোভিডের টিকা (Covid 19 Vaccination)। দর্শকদের জন্য স্বস্তির নির্দেশ কাতারের স্বাস্থ্যমন্ত্রকের। টিকা বাধ্যতামূলক না হলেও কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। রিপোর্ট নেগেটিভ এলে কাতার বিশ্বকাপে প্রবেশের ছাড়পত্র পাওয়া যাবে।
এবার বিশ্বকাপে কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ফিফা এবার চাইছে, কোভিড মুক্ত বিশ্ব হিসেবে বিশ্বকাপকে তুলে ধরতে। কিন্তু আয়োজক দেশ কাতার সাফ জানিয়ে রেখেছে, কোভিড বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, "বিশ্বকাপ দেখতে যারা কাতারে আসবেন, তাদের টিকা নেওয়া আর বাধ্যতামূলক নয়।"
আরও পড়ুন: বুমরার বদলে সিরাজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বদলির নাম ঘোষণা করল বিসিসিআই
এমনিতেই কাতার বিশ্বকাপের বিভিন্ন দেশের দর্শকদের জন্য একাধিক নিয়মের কথা জানিয়েছে। দর্শকদের কাতার বিমানবন্দরে নামার পর একটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই বিশ্বকাপের দর্শকদের গতিবিধি সরকারের কাছে থাকবে। প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করতেও পারবে কাতার সরকার।