কাতারে ফুটবল বিশ্বকাপে ভারত। কী চমকে যাচ্ছেন তো ? কিন্তু এটাই সত্যি। মাঠে নয়, মাঠের বাইরে কাতার বিশ্বকাপে ভারতের প্রতিনিধি বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। ২০২২ সালের বিশ্বকাপে নোরা শুধু ভারতের প্রতিনিধি নন, ফিফার অ্য়ানথেম গার্লও। সম্প্রতি একথা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। শুধু ভারত নয়, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ারও প্রতিনিধি বলিউড ডিভা নোরা।
এরআগে ফিফার দুই অ্যানথেম গার্ল শাকিরা এবং জেনিফার লোপেজ। যাঁদের মিউজিক ভিডিও বানিয়েছিল রেডওয়ান বলে এক সংস্থা। জানা গিয়েছে বিশ্বকাপ শুরুর একমাস আগে ওই সংস্থাই নোরাকে নিয়ে অফিসিয়াল মিউজিক ভিডিও বানাবে। এমনকী, ২০ ডিসেম্বর ফাইনালের দিন স্টেডিয়ামে পারফর্ম করবেন নোরা। সমাপ্তি অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্স দেখবে গোটা বিশ্ব। ওই স্টেডিয়ামে বলিউড নাম্বারের সঙ্গেই নাচবেন ভারতীয় প্রতিনিধি।
ফলে নোরার মাথায় এখন নতুন পালক। এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত একটি ডান্স রিয়ালিটি শোয়ের শুটিংয়ে। অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে। ফলে অপেক্ষা এখন নোরার বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিও মুক্তির।