এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল। সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড (North East United)। ম্যাচে হারের পর যুবভারতী স্টেডিয়ামে দর্শকদের উদ্দেশ্যে করে কটূ কথা বলার অভিযোগ তুলল নর্থ ইস্ট ইউনাইটেড। অভিযুক্ত ইস্টবেঙ্গল সমর্থকরা (East Bengal Supporters)।
ডুরান্ড কাপের (Durand Cup 2023) মতো টুর্নামেন্টের সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ দেখতে নর্থ ইস্ট ইউনাইটেডের সমর্থকরা কলকাতা আসেন। আয়োজক দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অভিযোগ, নর্থ-ইস্ট সমর্থকদের উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন। তাঁরা এই অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করে।
আরও পড়ুন: ভারতসেরা মোহনবাগান, ডুরান্ডের সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে হুঙ্কার কামিংসের
নর্থ ইস্টের পক্ষ থেকে জানানো হয়, "সমর্থকরা দলের অংশ। যে কোনও রকম সমস্যা বিতর্কের বিরুদ্ধে 'ইউনাইটেড' আমরা। টুর্নামেন্টের আয়োজক ও স্থানীয় কর্তাদের বিষয়টি সামনে এনেছিল। ইন্ডিয়ান আর্মি ও স্থানীয় পুলিশকর্তাদের ধন্যবাদ। যারা অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। সমর্থকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য ও গন্তব্যে পৌঁছতে সাহায্য করার জন্য ধন্যবাদ।