অবসরের ইঙ্গিত লিওনেল মেসির (Lionel Messi Retirement)। বুটজোড়া এবার তুলে রাখতে পারেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক। কোনও দিনক্ষণ যদিও জানাননি। তবে মেসি জানিয়েছেন, খেলায় তাঁর আর কিছু বাকি নেই। তাঁর এই ইঙ্গিতই অবসরের জল্পনা উসকে দিয়েছে।
সাতবার ব্যালন-ডি-অর জিতে ফেলেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা আমেরিকা। সব মুকুটই জিতে ফেলেছেন। বিশ্বকাপ জয়ই বাকি ছিল। কাতার বিশ্বকাপে দেশের জার্সিতে সেই ইতিহাস ছুঁয়ে কিংবদন্তি হয়ে উঠেছেন। এবার এক সাক্ষাৎকারে মেসি জানান, জাতীয় দলের হয়ে সমস্ত অর্জন করে ফেলেছেন তিনি। চাওয়ার আর কিছু বাকি নেই। আর কোনও চ্যালেঞ্জও বেঁচে নেই।
মেসি বলেন, "কেরিয়ারের এক বৃত্ত সম্পূর্ণ হয়েছে। ব্যক্তিগত সব মাইলফলক জয় করেছি। এখন স্বকীয়ভাবে কেরিয়ার শেষ করার পালা। কেরিয়ার শুরু করার সময় ভাবতে পারিনি, এত সবকিছু করতে পারব। কোপা জিতেছি। ওয়ার্ল্ড কাপও জিতেছি। আর কোনও চ্যালেঞ্জ বেঁচে নেই।"
আরও পড়ুন: পিএসজির হয়ে গোল করে রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন লিওনেল মেসি
২০১৬ সালে কোপা আমেরিকা ফাইনালে চিলির কাছে হেরে অবসর ঘোষণা করেন লিওনেল মেসি। এরপর অবসর ভেঙে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হন।