তিন গোলের ম্যাচ। নব্বই মিনিটে দুটি লালকার্ড। তাতেও আগামী ২৮ তারিখ যুবভারতীতে আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে কার্যত পিছিয়ে থেকেই শুরু করতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমে সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা জিতল ২-১ গোলে। ম্যাচের তিন মিনিটে মনভীর সিং গোলে এগিয়ে ছিল সবুজ-মেরুন। প্রথমার্ধেই দুটি গোল শোধ করে ওড়িশা। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে আইএসএল সেমিফাইনালে গোল করলেন রয় কৃষ্ণ।
ওড়িশার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে কার্যত নতুন ছকেই দল সাজান বাগান কোচ হাবাস। সাফল্য আসে খুব দ্রুত। তিন মিনিটের মধ্যেই ম্যাচে লিড পেয়ে যায় সবুজ-মেরুন। মনভীরের গোলে সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকে মোহনবাগান।
কিন্তু ১১ মিনিটে গোল শোধ করে ওড়িশা। কার্লোস ডেলগাডোর গোলে ঘরের মাঠে সমতায় ফেরে ওড়িশা। ৩৯ মিনিটে বাগানের ডিফেন্সের ভুলে গোল করে যান রয় কৃষ্ণ। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে মাঠ ছাড়ে ওড়িশা। এই ম্যাচে জোড়া হলুদ দেখে লাল কার্ড দেখেন মোহনবাগানে সাদিকু এবং ওড়িশার ডেলগাডো।
২৮ তারিখ ফিরতি সেমিফাইনালে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। দু গোলের ব্যবধানে জিততে পারলে আইএসএলের ফাইনালে উঠে যাবে মোহনবাগান। এক গোলের ব্যবধানে ওড়িশাকে হারাতে পারলেও আশা থাকবে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ফয়সালা হবে টাইব্রেকারে।