এবার ফুটবল বিশ্বকাপের (Qatar World Cup 2022) সময় কাতারের দখল নিতে পারে পাকিস্তান সেনা (Pakistan Army। সামরিক অভিযান নয়। লিওনেল মেসি (Lionel Messi), ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের (Cristiano Ronaldo) নিরাপত্তা সুনিশ্চিত করবে পাকিস্তানি জওয়ানরা।
ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কাতার প্রশাসন। বিশ্বকাপের মতো প্রতিযোগিতার হাজারও ঝামেলা। কাতার বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে ঠিকই। কিন্তু এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নেই সেই দেশের। তাই সমস্যা মেটাতে পাকিস্তানের কাছে সাহায্যের অনুরোধ করে কাতার। পাকিস্তানের মন্ত্রিসভা সেই অনুরোধ অনুমোদন করে। মন্ত্রিসভার সম্মতির কথা জানিয়েছেন পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মরিয়ম ঔরঙ্গজেব।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, প্রফুল্ল প্যাটেল নিয়ে বিস্ফোরক সুপ্রিম কোর্ট
কাতারে আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বসছে বিশ্বকাপের আসর। নিরাপত্তা নিশ্চিদ্র করতে আগেই পাক সেনাকে অনুরোধ করেছিল দোহা। ইসলামাবাদের পক্ষ অবশেষে সম্মতি দেওয়া হয়। মঙ্গলবার দুদিনের দোহা সফরে এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরিফ। তার আগেই কাতার প্রশাসনের অনুরোধে সাড়া পাকিস্তানের মন্ত্রিসভার। বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতাপত্রে সই হয়েছে কিনা জানানো হয়নি। কতজন জওয়ান বিশ্বকাপের নিরাপত্তায় মোতায়েন করা হবে, তাও জানায়নি দুই দেশ।