বিশ্বকাপ ক্রিকেটে পাক দল আমেদাবাদে খেলবে কীনা, তা নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন ঝুলে রয়েছে। এর মধ্যে পাক ফুটবল দল জানিয়ে দিল, তারা ভারতে যাচ্ছে সাফ ফুটবলে অংশ নিতে। ফলে ২১ জুন বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ দিয়েই শুরু হবে এবারের সাফ ফুটবল। এই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে দুই দেশ। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ভারতে আসার ছাড়পত্র পেয়েছে পাক ফুটবল দল। তারা মরিশাস হয়ে মুম্বই আসবে। সেখান থেকে আসবে বেঙ্গালুরুতে।
ভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান আসার খবরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে বেঙ্গালুরুতে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য মরিশাসে একটি চারদেশীয় প্রতিযোগিতা খেলতে গিয়েছে পাকিস্তানের ফুটবল দল। এই গ্রুপের বাকি দুটি দল নেপাল ও বাংলাদেশ।
জানা গিয়েছে, আগামী শুক্রবার ভারতে আসবে নেপাল ও বাংলাদেশ। তারা সরাসরি বেঙ্গালুরুতে এসে নামবে।