কোপা আমেরিকায় নকআউটে ওঠার স্বপ্নভঙ্গ আমেরিকার। বৃহস্পতিবার আমেরিকাকে ২-১ গোলে হারাল পানামা। প্রথম ম্যাচে হারের পর দুরন্ত পারফরম্যান্স। পানামার হয়ে গোল করলেন সিজার ব্ল্যকম্যান ও জোসে ফাজারডো।
১৮ মিনিটেই ম্যাচে প্রথম ঝামেলা হয়। টিমোথি ওয়েহকে রেড কার্ড দেখান রেফারি। ১০ জনের দল নিয়ে ২২ মিনিটে প্রথম গোল করেন আমেরিকার ফোয়ালারিন বালোগুন। কিন্তু চার মিনিটের মাথায় গোল শোধ করে দেন সিজার ব্ল্যাকম্যান। প্রথমার্ধে খেলার স্কোর ছিল ১-১। ৮৩ মিনিটে পানামার হয়ে দ্বিতীয় গোল করেন জোসে ফাজারডো। আর সমতা ফেরাতে পারেনি আমেরিকা।