প্রথমবার সেকেন্ড ডিভিশনে নেমে গেল ফুটবল সম্রাট পেলের ক্লাব স্যান্টোস। ফোর্টালেজার বিরুদ্ধে ২-১ ব্যবধানে হারতে হয় স্যান্টোসকে। এরপরই অবনমন হয় ক্লাবের। ক্লাবের এই পারফরম্যান্সে ক্ষোভে ফেটে পড়েন ক্লাব সমর্থকরা।
বৃহস্পতিবার ওই ম্যাচে জিততেই হত স্যান্টোসকে। ২০টি দলের মধ্যে ১৭ নম্বরে শেষ করেছে তাঁরা। এরপরই ক্লাব কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ সমর্থকদের। খেলা শেষের পর সমর্থকদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এরপরই ক্ষুব্ধ সমর্থকদের একাংশ গ্যালারিতে ভাঙচুর চালায়। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ -ফুটবলারদের তৎক্ষণাৎ সরিয়ে নিয়ে যাওয়া হয়।
প্রিয় ক্লাব স্যান্টোসে খেলতেন নেইমারও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "সব সময় স্যান্টোসের পাশে আছি"। মাত্র কয়েকমাস আগে এই স্টেডিয়ামেই পেলের শেষকৃত্য হয়। ক্লাবের অবনমনের ক্ষোভে সেই স্টেডিয়ামেই বেনজির হাঙ্গামা সমর্থকদের।