ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। হৃদযন্ত্র ও কিডনির সমস্যা আছে। শারীরিক অবস্থা ভাল নয় ফুটবল সম্রাট পেলের (Pele Health Condition)। বড়দিনে হাসপাতালের বিছানায় শুয়েই পরিবারের সঙ্গে সময় কাটালেন তিনি।
ক্রিসমাসের আগে পেলের কন্যা কেলি নাসিমেন্তো বাবার সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "আমরা এখনও এখনে যুদ্ধ ও বিশ্বাসে আছি। লড়াই জারি আছে। আরও একটা রাত একসঙ্গে।"
আরও পড়ুন: ডোপিং বিধি লঙ্ঘন, ২ বছরের জন্য নির্বাসিত দীপা কর্মকার
পেলের অসুস্থতায় উদ্বিগ্ন ফুটবল বিশ্ব। তাঁর আরোগ্য কামনা করেছেন নেইমার, এমবাপের মতো একাধিক তারকা। পেলের কন্যা বাবার সঙ্গে এভাবেই ক্রিসমাস উদযাপন করার বার্তা দিয়েছেন। ফুটবলপ্রেমীরাও চাইছেন, সুস্থ হয়ে ফিরে আসুন পেলে। বিশ্বজুড়ে ফুটবল সম্রাটের জন্য প্রার্থনা চলছে।