সোমবার থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়ে ফুটবল সম্রাট পেলের মেমোরিয়াল। উপকূলবর্তী শহর স্যান্টোসের এই সমাধিস্থানে চিরবিশ্রামে আছেন পেলে।
সোমবার থেকেই এই সমাধিস্থলে ভিড় জমাতে শুরু করেন অগুনতি ফুটবলপ্রেমীর। এখানে পেলের দুটি স্বর্ণমূর্তি রাখা আছে। কৃত্রিম ঘাস, দেওয়ালে সমর্থকদের গ্রাফিটি। 'পেলে পেলে' শব্দে গমগম করছে সমাধিস্থল। মনে হচ্ছে ফুটবল সম্রাট এখনও খেলছেন। এই সমাধিস্থলে গিয়ে আবেগে ভাসছেন ফুটবলপ্রেমীরা।
গত ২৯ ডিসেম্বর কোলন ক্যানসারে চিরবিদায় নেন পেলে। এই মেমোরিয়ালে তৃতীয় তলায় তাঁকে সমাধি দেওয়া হয়।