কলকাতার অলি-গলি থেকে শহরতলি। বিশ্বকাপ জ্বরে আচ্ছন্ন গোটা বাংলা। এবার এক অভূতপূর্ব কাণ্ড ঘটালেন হুগলির শ্রীরামপুরের(Qatar Football World Cup 2022) বাসিন্দারা। তাঁদের চিরপরিচিত বড়বাগান লেনের নাম বদলে রাখলেন আর্জেন্টিনা গলি। শুধু তাই নয়, লাইটপোস্ট থেকে দেওয়াল, মায় টিউবওয়েল-সবকিছুর রং এখন নীল-সাদা। সঙ্গে চলছে লাগাতার মেসি-বন্দনা(Lio Messi is in Qatar)। গোছা গোছা নীল-সাদা ফ্ল্যাগে এখন বড়বাগান লেন যেন হয়ে উঠেছে একটুকরো বুয়েন্স আয়ার্স। আট থেকে আশি, সকাল থেকে মেসি-বন্দনায় মত্ত। এমনকি, রবিবার সকালে যজ্ঞের আয়োজন করা হয় এলাকায়।
অন্যদিকে, একই জেলার চন্দননগরে(Chandannagar cheer for France) চিত্রটা ঠিক উল্টো। শ্রীরামপুর(Srirampore) যদি মেসিজ্বরে আচ্ছন্ন হয়, তবে ফ্রান্সের বিশ্বকাপ জেতার(Qatar Football World Cup 2022) স্বপ্নে বুঁদ হয়ে রয়েছে এককালের ফরাসি উপনিবেশ চন্দননগর। সেখানকার মানুষজন এমবাপে তথা ফ্রান্সের মঙ্গলকামনায় পুজো দেন। লড়াইয়ের শেষলগ্নে কাপ যেন ঘরে তুলতে পারে ফ্রান্স, এখন এটাই আশা চন্দননগরবাসীর। পাশাপাশি, গোল্ডেন বুটের(Golden Boot Winner) লড়াইয়ে মেসিকে ছাপিয়ে যাক এমবাপে(Messi vs Mbappe), চাইছেন এককালের ফরাসি উপনিবেশের বাসিন্দারা।