ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে (Quarter Final) হার। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ব্রাজিল (Brazil)। এই প্রথম মুখ খুললেন নেইমার (Neymar)। জানালেন তিনি মানসিকভাবে বিধ্বস্ত।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লেখেন, "মানসিকভাবে বিধ্বস্ত। এই হার আমার কাছে যন্ত্রণাদায়ক। ম্যাচ শেষ হওয়ার পর ১০ মিনিট কথা বলতে পারিনি। এরপরই কেঁদে ফেলি। কান্না থামতে চাইছিল না। দুর্ভাগ্যবশত, দীর্ঘদিন এই হার কষ্ট দেবে।" ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে বিশ্বমানের গোল করেন নেইমার। ছুঁয়ে ফেলেন পেলের রেকর্ড। ব্রাজিলের হয়ে ৭৭তম গোল করেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সমতা ফেরায় ক্রোয়েশিয়া। টাইব্রেকারে বিদায় নেয় ব্রাজিল।
আরও পড়ুন: সেমিফাইনালে মেসিদের মুখোমুখি মদ্রিচরা, মরক্কোর সামনে ফ্রান্স
এবার ব্রাজিলের টিমকে নিয়ে আশা করেছিলেন সমর্থকরা। রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো-সহ তরুণ প্রজন্মের ফুটবলাররা দারুণ ফুটবলার উপহার দিয়েছিলেন। প্রি-কোয়ার্টারফাইনালে জাপানের বিরুদ্ধে ৪-১ গোলের ব্যবধানে জিতে কোয়ার্টারে ওঠে টিম। সেখান থেকে এই হার মানতে পারছেন না সমর্থকরাও।