শেষ হল প্রতীক্ষা। অবশেষে বিশ্বকাপের মঞ্চে গোল করলেন পোল্য়ান্ডের তারকা ফুটবলার রবার্ট লেওভানডস্কি। ৮২ মিনিটে সৌদি ডিফেন্ডার মালকির ভুলে বিশ্বকাপের প্রথম গোল পেলেন পোলিশ তারকা। শনিবার এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই শূন্য় গোলে ম্য়াচ জিতে কাতারে সৌদি আরবের রূপকথা থামিয়ে দিলেন পোলিশরা। সেইসঙ্গে আর্জেন্টিনার চাপ বাড়িয়ে এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে তারা শীর্ষে চলে গেলেন।
আর্জেন্টিনার পর পোল্য়ান্ড । সৌদির রূপকথা দেখার জন্য এদিন স্টেডিয়ামে ভিড় করেছিলেন প্রায় চল্লিশ হাজার দর্শক। ম্য়াচ শুরু হয় ফিফটি-ফিফটি গতিতে। মাঝমাঠের দখল নিতে পোল্য়ান্ড এবং সৌদি ফুটবলাররা মরিয়া হয়ে ওঠেন। গতি পাল্টা গতিকে জমে উঠেছিল ম্য়াচ। ৩৯ মিনিটে জেলিনস্কির গোলে এগিয়ে যায় পোল্যান্ড। গোল খেয়ে আর গতি বাড়ায় সৌদিও। প্রথমার্ধে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। এরমধ্য়েই পেনাল্টি নষ্ট করেন আর্জেন্টিনা ম্য়াচের নায়ক আল-দশেরি।
এক শূন্য গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে সৌদি আরব। কিন্তু গোটা ম্য়াচে ৫৩৩টি পাস খেলেও পোলিশ ডিফেন্স তারা ভাঙতে পারেনি। উলটে প্রতি আক্রমণে গিয়ে বারবার সৌদি ডিফেন্স ভেঙে দিয়ে আসেন পোলিশরা। তাদের তিনটি শট এদিন বার পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৮২ মিনিটে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করে পোল্য়ান্ডকে ২-০ গোলে জয় এনে দেন লেওভানডস্কি।