মাঠে খেলবে মেক্সিকো ও পোল্য়ান্ড। নজর থাকবে একজনের উপরে। তিনি রবার্ট লেভেনডস্কি। যিনি বিশ্ব ফুটবলের ওয়ান ম্য়ান আর্মি নামেই পরিচিত। কার্যত একার কাঁধেই পোল্য়ান্ডকে এবারও বিশ্বকাপে এনেছেন তিনি। ক্লাব বদলেছেন, কিন্তু গোল করা ভোলেনি। কিন্তু প্রশ্ন হল ক্লাব ফুটবলে তাঁর পাশে পান অনেককে, বিশ্বকাপে পাশে কে থাকবেন ? তবু মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে পোল্যান্ড আত্মবিশ্বাসী তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে।
চার বছর আবার তাদের দেশেই বিশ্বকাপের আসর বসবে। সঙ্গে আয়োজক হিসাবে থাকবে কানাডা ও আমেরিকা। তাই কাতারে বেশ ফুরফুরে মেক্সিকো দল। এবারও বেশ কয়েকজন তরুণ ফুটবলার নিয়ে কাতারে এসেছে মেক্সিকো। ১৯৯৪ সাল থেকে বিশ্বকাপের নকআউটে খেলা, তারা প্রায় অভ্য়াসে পরিণত করে ফেলেছে। এবারও দূর্গের নিচে ওচুয়া। জেরার্ডো মার্টিনোর দলের অন্যতম ভরসা কার্লোস রডরিগেজ, হেক্টর হেরেরারা।
তবে পোল্য়ান্ডের ফুটবল ইতিহাস দীর্ঘদিনের। তাই এই ম্য়াচ শুরু আগে পন্ডিতদের দাবি, ফিফটি-ফিফটি। তবে নজর থাকবে একজনের উপরেই তিনি রবার্ট লেভানডস্কি।