ঠিক হয়ে গেল বিশ্বকাপ ফাইনালের রেফারি। আটচল্লিশ ঘণ্টা আগে নাম ঘোষণা করে চমক দিল ফিফা। রবিবার লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্সিনিয়াক। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ডের দায়িত্বে ছিলেন এই পোলিশ রেফারি। সেই ম্যাচে আটকে গিয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি মিস করেছিলেন মেসি। এবারও আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া ম্যাচ খেলিয়েছেন সাইমন। সেই ম্যাচ অবশ্য জিতেছে আর্জেন্টিনা।
শুধু আর্জেন্টিনা নয় কাতার বিশ্বকাপে ফ্রান্সেরও একটি ম্যাচ খেলিয়েছেন পোল্যান্ডের এই রেফারি। ২০০৯ সাল থেকে পোল্যান্ডের হয়ে রেফারিং করছেন। ২০১৩ সালে ফিফার তালিকাভুক্ত হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে সাইমনের নাম আছে। নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। এরমধ্যে বার্সিলোনা বনাম ইন্টার মিলানের ম্যাচ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০১৮-এ সুপার কাপে রিয়াল বনাম আতলেতিকো মাদ্রিদের ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। গত বিশ্বকাপে জার্মানির জেরোম বোয়েতাংকে লাল কার্ড দেখান।
ফাইনালে সহকারি রেফারি হিসাবে থাকবেন পাভেল সকলনিকি এবং টমাস লিস্টকিউইচ। ভারের প্রধান রেফারি থাকছেন টমাস কিয়াতকোস্কি। ব্রাজিলের উইল্টন সাম্পাইয়োকে ফাইনালের রেফারি করা কথা আলোচনায় উঠেছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে প্রশ্ন ওঠায় ফিফা কোনও ঝুঁকি নেয়নি। এ বারের বিশ্বকাপে সাইমনের বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।