Qatar World Cup Portugal Win : রোনাল্ডোর মঞ্চে জোড়া গোল ব্রুনোর, উরুগুয়কে হারিয়ে নক-আউটে পর্তুগাল

Updated : Dec 01, 2022 03:25
|
Editorji News Desk

উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

প্রথম একাদশে এদিন দু দলই বেশ কিছু পরিবর্তন করে। বিশেষ করে সুয়ারেজকে রিজার্ভে রেখে এদিন উরুগুয়ে দলে শুরু করেন কাভানি। কিন্তু পর্তুগাল কোচের ছকে শুরু থেকেই মাঝ মাঠে দাপিয়ে বেড়ায় ইউরোপের সবুজ-মেরুনরা। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নাড সিলভারা প্রতিপক্ষকে ঠেলতে ঠেলতে ডিফেন্সে দাঁড় করিয়ে দেন। যার ফলে প্রথম ৪৫ মিনিটে অনেক বেশি আক্রমণ পর্তুগাল। 

৫৩ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। প্রথমে মনে করা হয়েছিল ব্রুনোর ক্রশে মাথা ছুঁয়েছেন রোনাল্ডো। পরে রিপ্লেতে দেখা যায়, রোনাল্ডোর শরীরের সঙ্গে বলের কোনও সম্পর্ক ছিল না। এই ম্য়াচেও আশি মিনিটের পর সিআর সেভেনকে তুলে নেন ফার্নান্দো স্যান্টোস। ম্য়াচের অতিরিক্ত সময়ে ভারের সাহায্য়ে পেনাল্টি পায় পর্তুগাল। দ্বিতীয় গোল ব্রুনোর। যিনি এই ম্য়াচে হ্যাটট্রিকও করতে পারতেন। কারণ ৯৬ মিনিটে তাঁর শট বারে লেগে প্রতিহত হয়।

Bruno FernandesRonaldouruguaySuarezQatar World Cup 2022Portugal

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের