ইউরোপীয় ফুটবলের দলবদলের মরশুমে তাঁকে নিয়ে দড়ি টানাটানি চলছে। ইতিমধ্য়েই চেলসি-সহ আরও তিনটি ক্লাব তাঁকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে। এরমধ্যেই ইংলিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে তাঁকে ছেড়ে দেওয়ার আবেদন জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঘনিষ্ঠ মহলে সিআর সেভেন জানিয়েছেন, এবার তাঁর ম্যান ইউ ছাড়ার সময় হয়ে গিয়েছে। যদিও রোনাল্ডোর এই আবেদনে এখনও কোনও সাড়া দেয়নি ব্রিটিশ এই ক্লাব।
এক ফুটবল পোর্টালের খবর, নতুন মরশুমে বল গড়ানোর আগেই ক্লাবকে রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তিনি আর রেড ডেভিলসের হয়ে মাঠে নামতে পারবেন না। তাঁকে যেন দ্রুত রিলিজ করে দেওয়া হয়। সম্প্রতি রোনাল্ডকে বড় অফার করেছে ইংল্য়ান্ডের আর এক ক্লাব চেলসি। ফের তাঁকে ক্লাবে ফিরতে অনুরোধ করেছে স্প্য়ানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এমনকী মেসির পাশে খেলার জন্য প্রস্তাব এসেছে প্যারি সাঁজা থেকেও।
ফলে ম্যাঞ্চেস্টার ইউনাইট ছাড়লে কোন ক্লাবে যাবেন রোনাল্ডো, তা নিয়ে এখন থেকে শুরু হয়েছে জল্পনা। সামনেই কাতার বিশ্বকাপ। হয়তো এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। তার আগে নিজেকে আরও একটু গুছিয়ে নিতে চাইছেন পর্তুগিজ এই তারকা।