ইতিহাস তৈরি হতে পারে। বিশ্বকাপেই তো লেখা হয় ইতিহাস। ইউসেবিও, ফিগো, রুই কোস্তা বা ডেকোরা পারেননি। বিশ্বকাপের ইতিহাস নতুন করে লেখার ক্ষমতা আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এমনই মনে করেন রোনাল্ডোর অনুরাগীরা। এবার টিম অনেক পরিণত। উরুগুয়ের বিরুদ্ধে জিতে সরাসরি নক-আউটে উঠতে তৈরি পর্তুগাল।
গ্রুপ স্টেজে প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। গোল করলেও, হজমও করতে হয়েছে গোল। তাই রক্ষণ নিয়ে চিন্তা থাকছে। উরুগুয়ের বিরুদ্ধে টিমের ছন্দ আরও বাড়াতে হবে। চাইছেন অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। ৩৭ বছরের রোনাল্ডো যে দুরন্ত ছন্দে আছেন, তা আগেই বুঝিয়ে দিয়েছেন। কিন্তু রোনাল্ডোর একার লড়াই নয়। পর্তুগালকে জিততে গেলে খেলতে হবে গোটা টিমকে। পারফরম্ করতে হবে, রুবেন নেভেস, কার্ভাহলো, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্সদেরও। ম্যাচের আগে গোটা টিমকে নিয়ে ডিনারে যান রোনাল্ডো। টিমের মধ্যে যা ফাঁকফোকর, তা কাটানোই উদ্দেশ্য। এবার দ্বিতীয়ার্ধে টিমের গোল বেশি হচ্ছে। তাই দ্বিতীয়ার্ধে আরও সতর্ক থাকতে চান কোচ ফার্নান্দো স্যান্টোস।
এবার বিশ্বকাপে একেবারেই ফেভারিট নয় উরুগুয়ে। এই মুহূর্তে টিমের সেরা ফুটবলার বলা হচ্ছে ডারউইন নুনেজ়কে। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার মতো টিমের বিরুদ্ধে আটকে গিয়েছে টিম। রোনাল্ডোদের বিরুদ্ধে জিতলে আত্মবিশ্বাস ফিরে পাবেন সুয়ারেজ়রা।