এবার ইউরো কাপে সবথেকে 'বুড়ো' ফুটবলার। ৪১ বছর বয়সে ইউরো কাপ খেলতে নামছেন পেপে। দলে আরও একজন 'বুড়ো' ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সে খেলতে নামছেন CR7। দুই ফুটবলারের মিলিত বয়স ৮০। এই দুই ফুটবলারকে নিয়েই মঙ্গলবার রাতে ইউরো কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে পর্তুগাল। রেড বুল অ্যারিনায় তাঁদের প্রতিপক্ষ চেক রিপাবলিক।
২০১৬ সালে প্রথম ইউরো কাপ চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। ২০২০ শেষ ১৬ থেকে ছিটকে যেতে হয় বিদায় রোনাল্ডোদের। ২০২২ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও আশানুরূপ ফল হয়নি। এবার ইউরো কাপে স্পেন, জার্মানি, ইংল্যান্ড ফেভারিট হলেও পর্তুগালকে নিয়ে আশা ছাড়ছেন না ফুটবলপ্রেমীরা। দলের অন্যতম সেরা ফুটবলার ব্রুনো ফার্নান্ডেজ। এবার ইউরো কাপে কি প্লেয়ার হতে পারেন তিনি। রোনাল্ডোর সঙ্গে আক্রমণে আছেন অনেক তরুণ মুখ। আছেন রাফায়েল লিও, বার্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতোরা। পর্তুগাল টিমের ম্যানেজার রবার্তো মার্টিনেজ প্রথম একাদশে কাকে রাখবেন, তার দিকে নজর থাকবেন।
এদিকে মঙ্গলবার রাতে পর্তুগালকে টেক্কা দিতে তৈরি চেক রিপাবলিক। ইউরো কাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থবার মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও চেক রিপাবলিক। ১৯৯৬ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই টিম। প্রথম ম্যাচে পর্তুগালের মতো টিমকে হারালে, আত্মবিশ্বাস পাবে চেক রিপাবলিক। আন্ডারডগ হিসেবে নামলেও যে কোনও চ্যালেঞ্জ নিতে তৈরি চেক রিপাবলিক।