বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ঘানা। মাঠে নামার আগেই পর্তুগাল টিম নিয়ে চর্চা তুঙ্গে। শিরোনামে আসার অন্যতম কারণ আর কেউ নন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতেই ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়ে দিয়েছে, রোনাল্ডোর সঙ্গে তাঁদের পথচলা শেষ। রোনাল্ডোও টুইটারে পাল্টা বিবৃতি দিয়ে ম্যান-ইউকে ধন্যবাদ জানিয়েছেন। প্রথম ম্যাচের আগে আপাতত কোনও ক্লাবের নন রোনাল্ডো। শুধু দেশের জার্সিতেই মাঠে নামবেন। আরও মুক্ত মনে খেলতে পারবেন বলেই ধারণা বিশেষজ্ঞদের।
১৯৬৬, ২০০৬। মাত্র দুবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পেরেছে পর্তুগাল। ২০০৬ সালে সেবার প্রথম বিশ্বকাপ দলে ছিলেন রোনাল্ডো। এবার দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার তাগিদ অনেকটাই বেশি। সপ্তাহের শুরুতে সাংবাদিক বৈঠকে এসে রোনাল্ডো সাফ জানিয়ে দেন, তাঁকে নিয়ে না ভেবে দলকে নিয়ে ভাবতে। এবার টিমে রোনাল্ডো ছাড়াও একঝাঁক নতুন তারকা আছেন। ব্রুনো ফার্নান্ডেজের দিকে নজর থাকবে ফুটবলবিশ্বের। আন্দ্রে সিলভা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভার মতো ফুটবলাররাও নজরে আছেন। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ লিগে তিনটি ম্যাচে হেরে বিদায় নেয় পর্তুগাল। এবার কাতারে সেই ভুল করতে চাইছেন না রোনাল্ডোরা।
২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ঘানা। এবার তাঁরাও প্রথম ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিতে মরিয়া। আটটি ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জিতে বিশ্বকাপ খেলতে নেমেছে ঘানা। তাই পর্তুগালের বিরুদ্ধে জয় সহজ হবে না। ২০১৪ বিশ্বকাপে শেষবার ঘানার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। সেবার জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। কাতারে বৃহস্পতিবার রোনাল্ডোর পায়ের জাদু দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।