চেক রিপাবলিকের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। এবার তাঁদের মুখোমুখি তুরস্ক। ইউরো কাপে গ্রুপ এফ-এর এই লড়াই হবে সিগনাল ইডুনা পার্কে। প্রথম ম্যাচে চেকের বিরুদ্ধে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছেন রোনাল্ডোরা। এদিকে জর্জিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে তুরস্ক। শনিবার এই লড়াই দেখার জন্য প্রহর গুনছে ফুটবলপ্রেমীরা।
প্রথম ম্যাচে জিতলেও পর্তুগাল সহজে জয় পায়নি। ভাল ফর্মে ছিলেন না টুর্নামেন্টের সর্বাধিক স্কোরার রোনাল্ডো। তুরস্কের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে দলের আক্রমণকে আরও বাড়াতে হবে পর্তুগালের। তাই আক্রমণের স্ট্র্যাটেজি বদলাতে চাইছেন কোচ রবার্তো মার্টিনেজ। এই ম্যাচ জিতলেই নকআউট নিশ্চিত করে ফেলবে পর্তুগাল।
এদিকে জর্জিয়ার বিরুদ্ধে প্রথমে একটু চাপ থাকলেও ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে তুরস্ক। তবুও জর্জিয়ার এক গোল হজম করতে হয়েছে। তাই রোনাল্ডো-ব্রুনো ফার্নান্ডেজদের বিরুদ্ধে সতর্ক তুরস্ক। পর্তুগাল ম্যাচের আগে তাই দলের রক্ষণে শক্তি বাড়াচ্ছে দল।