মেসির আয় ৮৮ কোটি টাকা ! না ফুটবল খেলে নয়। সোশাল মাধ্যম থেকে। কাতারে বিশ্বকাপ জয়ের পর মাঠের থেকে অনেক বেশি চর্চায় আছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর নিজের ছবি সমাজদুনিয়ায় পোস্ট করেছিলেন মেসি। সাম্প্রতিক সময় এই ছবিতে লাইক পড়ছে সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত এই ছবিকে ভালবেসেছেন প্রায় সাড়ে সাত কোটি মানুষ। এই সময়ে দাঁড়িয়ে মেসিকে ফলো করছেন ৪১ কোটি জনতা। সেই পরিমাণ সমর্থকের কাছে পৌঁছানোর জন্য পোস্টপিছু মোটা অর্থ পান মেসি।
প্রতি পোস্টের জন্য প্রায় ১৫ কোটি টাকা করে পান বিশ্বকাপ জয়ী মেসি। সেইমতো, কাতার পরবর্তী সময় সব পোস্ট মিলিয়ে তাঁর রোজগার ৯ মিলিয়ান পাউন্ড। যা ভারতীয় টাকায় ৮৮ কোটি। ফরাসি ক্লাব থেকে তাঁর রোজগার ৩০৩ কোটি টাকা। ফলে বিজ্ঞাপন থেকে তাঁর এই ৮৮ কোটি রোজগার সবাইকে অবাক করেছে।
কিছু দিন আগেই মেসির একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়। বিশ্বকাপের ট্রফি হাতে মেসির যে ছবি সমাজমাধ্যমে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, সেটি আসল নয়, নকল! আর্জেন্টিনার এক ভাস্কর নাকি সেটি তৈরি করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।