স্বাধীনতা দিবসের পরই ভারতীয় ফুটবলে শোকের খবর। ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। এখনও নীরব প্রাক্তন AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেল। ফুটবল ফেডারেশনের খবর পেয়েও কোনও প্রতিক্রিয়া দেননি প্রাক্তন প্রেসিডেন্ট।
ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থায় দীর্ঘদিন সভাপতি ছিলেন প্রফুল্ল প্যাটেল। মেয়াদ ফুরোনোর পরও AIFF-এর সভাপতি পদ আটকে রাখার অভিযোগ ছিল তাঁর নামে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে সরতে হয় তাঁকে। এরপর থেকেই ভারতীয় ফুটবলে ডামাডোল শুরু হয়েছে। অবশেষে ১৬ অগাস্ট ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফিফা।
ভারতের ক্রীড়াজগতে বরাবরই রাজনীতিবিদদের শাসন ছিল। বাংলার কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে ফুটবলের সম্পর্ক বেশ পরিচিত। তাঁরই ঐতিহ্য বহন করছেন প্রফুল্ল প্যাটেল। কিন্তু ভারতীয় ফুটবলের এমন কঠিন সময় নিয়ে এখনও কোনও কথা বলেননি তিনি।
টুইটারে বেশ সক্রিয় প্রফুল্ল প্যাটেল। মঙ্গলবারও টুইট করেছেন তিনটি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুবার্ষিকী, আরআর পাটিলকে শ্রদ্ধা ও পারসি নববর্ষের শুভেচ্ছা নিয়ে টুইট করেন তিনি। কিন্তু ফুটবল সংস্থার এই দুঃসময় নিয়ে কিছু বলতে দেখা যায়নি তাঁকে।