জয়ের ধারা অব্যহত। শনিবারও ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে বড় জয় পেল চেলসি (Chelsea)। ম্যাচের প্রথম দিকে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় তারা। এই নিয়ে পর পর দুটি ম্যাচ জিতল চেলসি। সব মিলিয়ে মোট আটটি ম্যাচে জয় পেয়েছে নীল জার্সিধারীরা। অন্যদিকে, এই ম্যাচ নিয়ে পর পর তিনটি ম্যাচে হারল বার্নলি। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ছ'টি ম্যাচ হেরেছে এই দল।
ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। অন্যদিকে গোল করে ফেলে বার্নলি (Burnley )। দীর্ঘ ৪২ মিনিট পর আমিন আল দাখিলের গোলে অবশেষে সমতা ফেরে। ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল । দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। অবশেষে ৪-১ গোলে জয় পায় তারা।
অন্যদিকে, ঘরের মাঠে পর পর দুটি ম্যাচে হেরে যাওয়ার পর তালিকার শেষের দিকে চলে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার তাঁদের লড়াইও ছিল বেশ কঠিন। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলতে নেমেছিল এই দল। ম্যাচের শেষ মুহূর্তে জোড়া গোল করে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন - রবিবার বিশ্বকাপে 'প্রাক্তন গুরু' কুম্বলের রেকর্ড ভাঙতে পারেন বিরাট, জানুন কী সেই রেকর্ড
শনিবারের আরও একটি খেলায় প্রতিপক্ষ লুটন টাউনকে ১-০ গোলে হারায় টটেনহ্যাম। ম্যাচের ৫৫ মিনিটে প্রথম গোল করে টটেনহ্যাম। এই জয়ের ফলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে টটেনহ্যাম। একটি ম্যাচ কম খেলার কারণে ১৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।