প্রাক মরশুমে এশিয়া সফরে যাবে পিএসজি। আর সেই সফরে বাদ পড়লেন কিলিয়ান এমবাপে। ক্লাবের এই সিদ্ধান্তের পরই জল্পনা তৈরি হয়েছে, যে আগামী মরশুমে এমবাপেকে ছেড়ে দিতে রাজি হয়েছে পিএসজি। এমবাপেকে এই সফরে কেন বাদ দেওয়া হয়েছে, তা নিয়ে সরাসরি কিছু জানায়নি পিএসজি।
শুক্রবারই ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচে খেলেন এমবাপে। ৩০ মিনিট খেলে একটি গোলও করেন তিনি। গত মে মাসেই এমবাপে জানান, তিনি পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন না। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদে যেতে পারেন এমবাপে। মাদ্রিদ ছেড়েছেন করিম বেঞ্জিমা। তাঁর পরিবর্তে এমবাপেকে সই করাতে পারে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: প্রত্যাশা পূরণ! মায়ামির অভিষেক ম্যাচেই ফ্রিকিক থেকে গোল মেসির
তবে ট্রান্সফার মার্কেটের জল্পনা, এমবাপেকে নিতে তৈরি আর্সেনাল, সৌদি আরবের বেশ কিছু ক্লাবও।