এক রাশ চাপ মাথায় নিয়ে আজ, বুধবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। দিল্লির মাঠে লাল-হলুদের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। এই ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার অঙ্ক ঘেঁটে দিল চেন্নাই। নর্থ-ইস্টকে হারিয়ে তারা এখন পয়েন্ট টেবলের ছয় নম্বরে। ফলে এদিন সাত নম্বর থেকে শুরু করতে হবে কলকাতার এই ক্লাবকে।
মোহনবাগানের মতো দিল্লির এই ম্যাচে ইস্টবেঙ্গলকে খেলতে হবে ফাঁকা স্টেডিয়ামে। গত ম্যাচে মোহনবাগানকে যথেষ্ঠ বেগ দিয়েছে গতবারের আই লিগ জয়ীরা। ম্যাচ শুরুর আগেই ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত জানিয়েছেন, পঞ্জাব নয়, তাঁর চিন্তা দর্শকহীন স্টেডিয়াম।
এই ম্যাচ জিতলেও যে ইস্টবেঙ্গলের প্লে-অফ নিশ্চিত এমনটা এখনই বলা যাচ্ছে না। কারণ, ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তারা মাঠে নামবে। এই ম্যাচ জিতলে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তারা শেষ করবে। ফলে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে গোয়া বনাম চেন্নাই ম্যাচের দিকে।