রবিবার বিশ্বকাপে ধুন্ধুমার লড়াই। সুপার সানডেতে বিশ্বকাপের গ্রুপ স্টেজে মুখোমুখি স্পেন ও জার্মানি। প্রথম ম্যাচে হেরে শুরু করেছে জার্মানি। ৭ গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আত্মবিশ্বাসী স্পেন।
এপ্রিল মাসে বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছিল। তখন থেকে গ্রুপ স্টেজের এই ম্যাচের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। রবিবার জাপানের বিরুদ্ধে নামছে কোস্টারিকা। এই ম্যাচের দিকেও আলাদা করে নজর থাকবে। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ গোলে জিতেছিল স্পেন। এদিকে জাপানের মতো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ২ বছর আগে স্পেনের বিরুদ্ধে ন্যাশনস লিগে শেষবার মুখোমুখি হয় জার্মানি। সেই ম্যাচেও ৬-০ গোলে হারে তারা। ২০১৪ সালে শেষবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। কিন্তু রাশিয়া বিশ্বকাপে গ্রুপ থেকেই ছিটকে যেতে হয় তাঁদের। স্পেনের বিরুদ্ধে এই ম্যাচ জার্মানির কাছে মরণ-বাঁচনের লড়াই।
২০১০ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। কিন্তু এবার স্পেন টিমে বিশ্বকাপ জয়ী সদস্যদের কেউ নেই বললেই চলে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই চেনা তিতিতাকা ফুটবল নিয়ে নতুন ছন্দে স্পেন। তরুণ প্রজন্মের এই স্পেনের খেলা দেখে রীতিমতো চিন্তায় বড় দলগুলি। জার্মানির মতো টিম যে কোনও সময় জ্বলে উঠতে পারে। তাই আত্মতুষ্টিতে ভুগতে চাইছেন কোচ লুইস এনরিকে। রবিবার প্রথম একাদশে সামান্য বদল আনতে পারে স্পেন।