যুবভারতী স্টেডিয়ামে শনিবার আইএসএল ফাইনাল। আর এই ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। একদিকে ঘরের মাঠে ফাইনাল খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। সূত্রের খবর, আইএসএল ফাইনালে যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
সোমবার মুম্বই সিটি এফসি ও এফসি গোয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে। ওই ম্যাচেও ছিলেন রণবীর ও আলিয়া। গোয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বই। শনিবার যুবভারতীতে নামবে তাঁর দল। ফাইনালে কলকাতার বিরাট সংখ্যক মোহনবাগান সমর্থকরা মাঠে থাকবেন। সেই ম্যাচে দলের ফুটবলারদের সমর্থন করতে ভিআইপি বক্সে দেখা যেতে পারে রণবীর ও আলিয়াকে।
এই যুবভারতীতেই মুম্বই সিটি এফসি-কে হারিয়েই শিল্ড জেতে মোহনবাগান। আইএসএল ফাইনালেও ফের মুম্বই সিটি এফসির প্রতিপক্ষ মোহনবাগান। কোচ আন্তোনিও হাবাসের কোচিংয়ে দারুণ পারফরম্যান্স করছে মোহনবাগান। ছন্দে আছে মুম্বই সিটি এফসিও।