সাত গোলের ম্যাচে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে স্বস্তিতে রিয়াল মাদ্রিদ। লন্ডনের মাঠে রিয়াল জিতল ৫-২ গোলে। কিন্তু ম্যাচের প্রথম ১৪ মিনিটে ডারউইন এবং সালার গোলে এগিয়ে ছিল ব্রিটিশ এই ক্লাব। কিন্তু ২১ থেকে ৬৭, এই সময়ের মধ্যে পাঁচ গোল করে অ্যাওয়ে ম্যাচ জিতল রিয়াল। ম্যাচে দুটি করে গোল ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেঞ্জেমার।
গত বছর ফাইনাল খেলেছিল এই দুই দল। ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে ফাইনাল জিতেছিল স্প্যানিশ ক্লাব। তাই ব্রিটেনের মাঠে এই ম্যাচ ঘিরে টানটান ছিল উত্তেজনা। চার মিনিটে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন ডারউইন। ১৪ মিনিটেই সালার গোল। সাত মিনিট লাগল, ম্যাচে রং বদলে যেতে।
২১ মিনিটে শুরু করলেন ভিনিসিয়াস। আর ৬৭ মিনিটে শেষ করলেন করিম বেঞ্জেমা। ফ্রান্স-ব্রাজিল এই কম্বিনেশনে নকআউটে জায়গা আরও পাকা করল কার্লো অ্যানসেলোত্তির ছেলেরা।