রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (Champions League Final)। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধঘোষণার পর রাশিয়া থেকে ফ্রান্সে সরিয়ে আনা হয়েছে ম্যাচ। শনিবার মধ্যরাতে ফুটবলের মহারণে লিভারপুলের বিরুদ্ধে নামবে রিয়াল মাদ্রিদ (Liverpool vs Real Madrid)।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের (2018 Russia World Cup) আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শেষবার মুখোমুখি হয় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। রিয়ালের কাছে ১-৩ গোলের হারের ক্ষত এখনও টাটকা। প্রাক্তন রিয়াল ডিফেন্ডার সার্জিও রামোসের ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মহম্মদ সালাহ (Mohammad Salah)। হারতে হয়েছিল দলকে। এবার ম্যাচ তাই লিভারপুলের কাছে বদলার ম্যাচ। কোচ জার্গেন ক্লপও পাশে দাঁড়িয়েছেন সালাহর। এই ম্যাচে রিয়ালকে হারিয়ে ২০১৮ সালের ফাইনালের বদলা নিতে মরিয়া লিভারপুল।
আরও পড়ুন: ম্যান ইউ নিয়ে কি নয়া উদ্যোগ? বাংলার 'দাদা'-'দিদি' কথায় বাড়ল জল্পনা
এদিকে প্রতিশোধের ম্যাচ রিয়ালের কাছেও। ১৯৮১ সালের প্যারিসেই বসেছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আসর। লিভারপুলের বিরুদ্ধেই হারতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি জানান, "শনিবার ইউরোপের সেরা দুই ক্লাব একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা সাহসী ও ইতিবাচক লড়াই লড়বে, তারাই চ্যাম্পিয়ন্স লিগে জিতবে।" এবার দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জেমা। প্যারিসে ঘরের মাঠে ম্যাচে নামবেন তিনি। এক স্প্যানিশ সংবাদমাধ্যমে বেঞ্জেমা জানান, এবার ৪৫টি ম্যাচে ৪৪টি গোল করেছেন তিনি। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতালেই এই জয়ের সুন্দর সমাপ্তি হবে। না হলে এই মরশুমের পুরো লড়াই অসম্পূর্ণ থেকে যাবে।