ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ক্লাব ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) সঙ্গে চুক্তি করল ভারতের ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা জিও প্ল্যার্টফর্ম লিমিটেড (Jio)। শনিবারই তাঁদের মধ্যে রিজিওনাল পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির পর ম্যান সিটির অফিসিয়াল মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্কের ভারতীয় পার্টনার জিও। এই পার্টনারশিপের পর ম্যান সিটির ওটিটি প্ল্যাটফর্ম সিটি প্লাসের এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পাবেন ভারতীয় অনুরাগীরা। জিও টিভি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই কন্টেন্ট।
আরও পড়ুন: রাজকোটে সূর্যকুমারের ব্যাটিং তাণ্ডব, ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি
জিও এনগেজ, জিও এসটিবি ও মাই জিও-তেও এই অ্যাকসেস পাবেন ভারতীয়রা গ্রাহকরা। প্রথমে লিভারপুলের সঙ্গে পার্টনারশিপ হওয়ার কথা ছিল জিও প্ল্যাটফর্ম লিমিটেডের। পরে সিদ্ধান্ত বদলায় আম্বানী গোষ্ঠী। ভারতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানা আছে রিলায়েন্স গোষ্ঠীর। ভারতের ফুটবল লিগ আইএসএলেও যৌথ মালিকানা আছে রিলায়েন্স গোষ্ঠীর।