বিশ্বকাপের আগে বড় ফাঁড়া কাটল ব্রাজিলের। কাতার যাওয়ার আগে চোট থেকে বাঁচলেন দলের অন্য়তম সেরা স্ট্রাইকার রিচারলিসন। ইতালির তুরিনে এখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত তিতের দল। সেই অনুশীলনেই দেখা গেল, ক্যাসিমেরোর ভয়ঙ্কর ট্য়াকল থেকে কোনও রকমে পা বাঁচালেন ব্রাজিলের এই স্ট্রাইকার। জোর কদমেই এখন অনুশীলন করছে ব্রাজিল দল। এরমধ্যেই একই বল দখলের লড়াইয়ে রিচারলিসনের দিকে তেড়ে যান ক্য়াসিমেরো। বুট-অন করেই নিজেরে দলের স্ট্রাইকারকে ট্য়াকল করেন। খুব সময় মতো পা সরিয়ে মাটিতে পড়ে যান রিচারলিসন। তাতেই হাফ ছেড়ে বাঁচেন ব্রাজিল কোচ তিতে।
কাতার যাওয়ার আগেই ব্রাজিলকে এবারের বিশ্বচ্যাম্পিয়ন বলা হচ্ছে। ইতিমধ্যে ব্রিটিশ বিশ্ববিদ্য়ালয়ের গবেষণা চ্য়াম্পিয়ন হওয়ার দৌড়ে নেইমারদের এগিয়ে রাখা হয়েছে। এমনকী, বিশ্বকাপ খেলতে এসে তিতের দলকেই ফেভারিট মনে করছেন পর্তুগিজ কোচ ফার্নান্দো স্য়ান্টোস। দোহায় তিনি জানিয়েছেন, ব্রাজিলের যা স্ট্রাইকার আছেন, তাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রোখা বেশ কঠিন।
এসবের মধ্যেই চুপ ব্রাজিল কোচ। তুরিনে তিতে জানিয়েছেন, আগে কাতার যেতে দিন, তারপর বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে। তবে এটা ঠিক, গত ২০ বছরে ব্রাজিলের এমন ফরোর্য়াড লাইন ফুটবল দুনিয়া দেখেনি। কিন্তু ডিফেন্স, সেটাই চিন্তা নেইমারদের। এরমধ্যে আবার তুরিনে অনুশীলনের সময় দুই ফুটবলারকে আটকাতে গিয়ে তাঁদের চোটের কারণ হয়ে দাঁড়িয়েছেন ৩৯ বছরের দানি আলভেজ।