কখনও পেলের (Pele) মতো বাইসাইকেল কিক (Bicycle Kick)। আবার কখনও রোনাল্ডোর (Ronaldo 9) মতো ফিনিশিং। এবার কাতার বিশ্বকাপে বিষ্ময়ের নাম রিচার্লিসন (Richarlison)। ফুটবলের শিল্প ব্রাজিলিয়ানদের মজ্জায় মিশে আছে। সেটা যেন আরও একবার প্রমাণ করে দিলেন রিচার্লিসন। সোমবার রাতে ব্রাজিলের হয়ে যে গোলটি করলেন, তা সমর্থকদের স্মৃতির মণিকোঠায় জায়গা করে নিয়েছে। কাতার বিশ্বকাপেই ৩ নম্বর গোল করে ফেললেন ব্রাজিলিয়ান তারকা (Brazillian Star)।
দক্ষিণ ব্রাজিলের রাজ্য এসপেরিতো স্যান্টো। পাহাড় আর সমুদ্রতটের মিশেলে মনোরম পরিবেশে বড় হয়েছেন। সেখানেই ফুটবলের শুরু রিচার্লিসনের। এবার দেশের জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে তাঁর বাইসাইকেল কিকের ঘোর এখনও কাটেনি ফুটবলপ্রেমীদের। তার আগেই নক-আউটের ম্যাচে আরও একটি গোল। মাথায় দুবার বল নিয়ে জাগলিং। এরপর প্রথম পাস। দ্বিতীয় পাস। তৃতীয় পাসে বল ফিরল রিচার্লিসনের পায়ে। আর চোখের নিমেষে ফিনিশ করে ফিরলেন তিনি। ডাগআউটে গিয়ে সাম্বা নাচ করালেন কোচ তিতেকেও।
আরও পড়ুন: টাইব্রেকারে ব্যর্থতা, কাতারের মঞ্চে ডুবে গেল জাপানের লড়াইয়ের সূর্য
পেলে, জিকো, রোমারিও, জেয়ারজিনহো, দুঙ্গা, কাফু, রোনাল্ডো, রিভাল্ডো, কাকা, রোনাল্ডিনহো। যুগ যুগ ধরে ব্রাজিল জন্ম দেয় প্রতিভাকে। এখনও দিয়ে চলেছে। এবারও টিমে তাবড় তাবড় নাম, যারা হয়তো প্রথম বিশ্বকাপ খেলছেন। রাফিনহো, ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসিমেরো, মিলিটাও। কিন্তু রিচার্লিসন যে আলাদা জাতের, তা প্রথম ম্যাচ থেকেই বুঝিয়ে দিয়েছেন।