বিশ্বকাপের মাঝেই বাড়িতে ডাকাতের হানা। তাই কাতার ছেড়ে দেশে ফিরলেন ইংরেজ ফুটবলার রহিম স্টার্লিং। শনিবার তাঁর সারের বাড়িতে ডাকাত পড়ে। সেইসময় বাড়িতে ছিলেন রহিমের মা-বাবা ও তিন সন্তান। তাঁদের আতঙ্ক কাটাতে এবং পরিবারের পাশে থাকতে সেনেগাল ম্য়াচ না খেলেই লন্ডন ফিরে যান স্টার্লিং। বাড়ির কথা ইংল্যান্ড ফুটবল সংস্থাকে জানাতে, তাঁকে তড়িঘড়ি বাড়ি ফিরে যেতে অনুমতি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ফ্রান্স। সেই ম্য়াচেও অনিশ্চিত রহিম স্টার্লিং।
স্টার্লিংয়ের বাড়ির এই ঘটনা স্বীকার করেছেন ইংল্যান্ড কোচ গ্য়ারেথ সাউথগেট। রবিবার ম্য়াচ শেষে তিনি জানিয়েছেন, বাড়িতে ডাকাতির খবর পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রহিম। দলের পরামর্শেই তাঁকে ইংল্যান্ডে যেতে বলা হয়েছে। পরিবারের পাশে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ইংল্যান্ড যদি সেমিফাইনালে ওঠে, তাহলে আবার রহিম স্টার্লিংয়ের সার্ভিস পাওয়া যাবে বলে জানিয়েছেন সাউথগেট।