টানা দুবছর ফিফার বর্ষসেরা (FIFA Best Player Award) ফুটবলারের পুরস্কার পেলেন রবার্ট লেওনডস্কি (Robert Lewandowski)। গত বছরও সেরা ফুটবলারের খেতাব পান বায়ার্ন মিউনিখের (Bayern Munich) তারকা ফুটবলার। এবার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে ছিলেন মহম্মদ সালাহ (Mohammad Salah) ও লিওনেল মেসিও (Lionel Messi)।
এবছর বর্ষসেরা মহিলা ফুটবলার হলেন বার্সেলোনার অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াস। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে খেতাব এনে দিয়েছেন তিনি। বর্ষসেরা কোচের পুরস্কার পান চেলসির ম্যানেজার থোমাস টুহল।
আরও পড়ুন: রেকর্ড অঙ্কে ম্যান সিটি থেকে ট্রান্সফার, তবু বার্সেলোনার হয়ে নামতে পারবেন না ফেরান টরেস
এবার সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেলেন টটেনহ্যামের ফুটবলার এরিক লামেলা। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিরুদ্ধে একটি ম্যাচে ফ্রি-কিক থেকে সেরা গোল করেন তিনি।