রোলস রয়েজ আসছে না। এই খবর ভুয়ো। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের কাছে এই দাবি করলেন বিশ্বকাপে সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড। কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে হারানোর পরেই সৌদি রাজবাড়ি থেকে ঘোষণা করা হয়েছিল, ওই ম্য়াচে খেলা সব ফুটবলারকে একটি করে রোলস রয়েজ উপহার হিসাবে দেওয়া হবে। কিন্তু পোল্য়ান্ড ম্য়াচের পর সৌদি কোচ জানিয়েছেন, এমন কিছুই হচ্ছে না। কারণ, এমন কোনও ঘোষণা করা হয়নি। এ সবই মিডিয়ার রটানো বলেও দাবি করেছেন রেনার্ড।
গ্রুপের ম্য়াচে পোল্য়ান্ডের কাছে হারের পর কাতারে আপাতত স্তব্ধ হয়েছে সৌদি রূপকথা। তিন পয়েন্ট নিয়ে তারা এখন আর্জেন্টিনার সঙ্গে এক বিন্দুতে দাঁড়িয়ে আছে। গ্রুপে তাদের শেষ ম্য়াচ খেলতে হবে মেক্সিকোর বিরুদ্ধে। মধ্য আমেরিকার এই দেশের পয়েন্ট এখন এক। যদি শেষ ম্য়াচে সৌদি আরব জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ছয়। তাদের নকআউটে যেতে হলে পোল্য়ান্ড-আর্জেন্টিনা ম্য়াচে যে কোনও একটি দেশকে হারতে হবে।
যদি আর্জেন্টিনা জিতে যায় এবং সৌদি আরব তাদের শেষ ম্য়াচ জেতে, তাহলে দু জনের পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে এই দুটি দলই শেষ ষোলোয় উঠবে। তাই এই পরিস্থিতিতে রোলস রয়েজ নয়, বরং মেক্সিকো ম্য়াচেই ফোকাস করতে চাইছেন সৌদি কোচ রেনার্ড।